ফাগুন আমার মায়ের ভাষায় কথা বলার
আন্দোলনে রক্ত ঝরা মাস,
ফাগুন আমার চেতনা, আমার অস্তিত্ব
ফাগুন আমার পারিচয়
আমার বুক ভরা নিশ্বাস।
ফাগুন আমার স্বজন হারানো
বেদনার দীর্ঘশ্বাস।
ফাগুন আবার ফুলে ফুলে রঙিন
দুরন্ত যৌবনের ইতিহাস।


ফাগুন এলেই রঙের আগুন লাগে বনে
বনের আগুন মনে ছড়ায় অতি সঙ্গোপনে ।
ফাগুনের আগুন ঝরা দিনে মনে পড়ে
ভাষার দাবীতে উত্তাল মিছিলে মুখরিত,
রক্তস্নাত রাজপথ।
যে রক্তের দাগ আজও  লেগে আছে
কৃষ্ণচূড়ার বুকে।


ফাগুন এলে রক্তাক্ত শহিদ মিনার
ফুলে ফুলে ঢেকে যায়;
ভাই হারা, বোন হারা বেদনায়
হৃদয় ছেয়ে যায়।
ভাষাশহিদের স্মরণে হয় প্রভাতফেরি
দুঃখী বর্ণমালাসমেত শাড়ির আঁচল
বাতাসে ঊড়ে।
ফাগুন এলে প্রকৃতির বুকে লাগে
আনন্দের দোলা।
কেটে যায় শীতের জীর্ণতা
পত্রহীন বৃক্ষে আসে প্রাণের সজীবতা।
কিশোরীর কৃষ্ণ কুন্তল
দখিণা বাতাসে ঊড়ে
খোপায় হাসে হলুদ গাঁদার মালা।


ফাগুন নিয়ে আসে পুষ্প রাঙা স্নিগ্ধ ভোর
কোকিলের কণ্ঠে বাজে মধুর সুর।
আমের মুকুলে ভ্রমরের গুঞ্জন
মধুলোভে মৌ মাছির কলরবে
বাসন্তী হাওয়ায় উদাস মন উড়ে
শিমুল পলাশের রাঙা ডালে।
বসন্ত বরণ উৎসবে মাতে বাঙালি
বকুল তলা, বই মেলায় আসে
প্রাণের জোয়ার।
ত‌্যাগ, আবেগ আর অনুরাগের ফাগুন
আমার গর্ব, আমার অহংকার।


১৩-২-২০১৭