ক জানে না কবি সাজে শমশের
কথা কাজে মিল নাই সবখানে হেরফের
পা রেখে গামালায়
চেয়ে থাকে জান্লায়
ধান্দা সে করে শুধু পদকের।


টাকা দিয়ে পদক কিনে সাজে হালের কবি
কাগজেতে ছাপা হয় হাস্যবদন ছবি
সারাদেশে হৈ চৈ
তার কবিতা পাবো কই
পদকটাইতো আসল কথা হাসে নিলাজ কবি।


এমনি করে কাব্যাকাশে নামে অন্ধকার
খিল আটকিয়ে বসে থাকে ঘরে সুকুমার
শমশের হাঁকে
কোথা যে পাই তাকে
অভিমানী কবিতারা ক্যান খোলে না দ্বার।


করুণ স্বরে শমশের বলে করবো কী রে ভাই
কবি হবার হবি তাইতো চুরি করেই খাই
কবিতা নাই ঘটে
নামটা যদি রটে
অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেই তাই।
১০-৮-২০১৮