তোমার নন্দিত নাভির নিচে রয়েছে যে শিল্পিত নগর
এতে নিরঙ্কুশ প্রবেশের অনুমতি দাও প্রিয়তমা
ছিপছিপে নদীর জলজ জোয়ারে তা করে দেবো উর্বর।


তার একটু উজানে রয়েছে যে মনোহর পদ্মসরোবর
তার সুমিষ্ট জলে নেয়ে শীতল করতে দাও তৃষিত অন্তর।


ভরসা রাখতে পারো- কস্মিনকালেও তুলবো না
সে নগরে অবিশ্বাসের বিধ্বংসী ঝড়।


একটু উদার হও; হয়ো না বিমুখ কিংবা আশ্চর্য
ভাঙনের খেলা নয়; জরায়ুর ঝলমলে শহরে
গড়ে দেবো সুদর্শন প্রাণের ভাস্কর্য!
২৮-০৩-২০২০