আসমান এবং জমিনের মালিক
আরো মালিক উভয়ের মধ্যে যা আছে তার
তোমারই করি ইবাদত মোরা, তোমারই কাছে
চাই করুণা অপার।


রোজা দিয়েছো আত্মশুদ্ধির, দিয়েছো
কদরের রাত
হাজার মাসের পুণ্য হতে করো না বঞ্চিত
আমাদের জোড়া হাত।


আমাদের আছে অগণিত পাপ, ক্ষমাকারী কেউ-
আর নাই তোমারই মতো
ক্ষমা করে দিয়ে ইমানে আমলে রেখো আমাদের
তোমারই অনুগত।


গোমরাহি হতে ফিরায়ে, বাঁচায়ে রেখো অবিচল
হেদায়েতের পথে
হে খালিক, হে মালিক, করো না বিমুখ আমাদের
তোমারই করুণা হতে।
২৬-০৪-২০২২