টি-পটে সযত্নে তুলে রাখা দুঃখগুলো
চুমুকে চুমুকে পান করে সুখগুলো জমা করে রাখি
শূন্য সিরামিক কাপে কেবল তোমার জন্য সুনন্দিতা।


হেমন্ত বিলাসে যাযাবর বালিহাঁস জমা হয় টাঙ্গুয়ার বিশাল হাওরে
তালপাতায় বাবুই গড়ে খড়ের প্রাসাদ নিপুণ শৈল্পিক!


এসব আজব কীর্তি দেখে দেখে বুকের ভেতর
বয়ে চলে আশার কালিন্দী। সম্রাট শাজাহানের
সনাতন নকশায় তার তীরে গড়ে তুলি স্মৃতির মিনার।


ধূলি ও দূষণে ক্ষয়ে যাওয়া ইটে কীটের দংশন
আকাশের কান্নায় লুকাতে চাই আঁখিবারী, হৃদয় ক্রন্দন
অথচ আমার আকাশ সুদীর্ঘকাল বৃষ্টিহীন!


প্রেমজলশূন্যতায় অধিক আশার কালিন্দী এখন মৃতের কাফন!
২৮-১১-২০১৯