দিবানিশি তব নাম জপে এ হৃদয়
তবু কেন এতো হেলা থাকো দূরে সরে?
দুইচোখে শ্রাবণের ভরা নদী বয়
খুঁজে চলি রাসুলের পথরেখা ধরে।


ভালোবেসে এ জগতে পাঠায়েছ তুমি
ভুকচুক ক্ষমা করা তোমারি তো দায়
সতেজ সবুজ রেখো মোর মনোভূমি
পদতলে দিও ঠাঁই গভীর মায়ায়।


নশ্বর এ জগতের মিছে মোহে পড়ে
কখনও যদি ভুলে যাই প্রিয় নাম
গফুর নামের শানে দিও ক্ষমা করে
জারি রেখো এ জবানে, তোমার কালাম


একদিন যেতে হবে জানি সব ছাড়ি
ইয়া রব জপে যেন মরিবার পারি।
২৮-০১-২০২২