প্রিজমের মতো স্বচ্ছ তোমার শরীর
করে না সে কোনোকিছুই আড়াল
তোমার ভেতর সূর্যের আলোও
হয়ে যায় বেসামাল!


সরলরৈখিক চলার স্বধর্ম ছেড়ে
প্রতিসরণের সূত্র মেনে হাসে একগাল!
হৃদয়ের এ প্রান্ত ও প্রান্তে
আপতন এবং প্রতিসরণ কোণ সর্বদা সমান
বিভোর নয়নে অভিলম্ব এক আমি
মধ্যখানে নির্বাক দণ্ডায়মান।


ভালোবাসা আমার আদিম অনুরাগ
তোমার ভেতর আসে আর যায়
সে অনুরাগে ভিজো না তুমি
তোমার আবেশী অনুরাগ আমাকে ভিজায়!
৭-৯-২০১৯