আমি
চৈতন্যের ঘরে
তালা দিয়ে একান্ত
পড়ে আছি অচেতন নির্বিকার।
বুকের জমিনে ফোটানো সব ফুল
তোমাকে দিয়ে আমি এখন নিঃস্ব রিক্ত।


আমার
শূন্য বাগানে
এখন আসে না
আর কোনো প্রজাপতি মৌমাছি।
জীবন যখন বৃক্ষহীন বিরানভূমি, তখন
বিহঙ্গের বাসা আশা করাটা কেবলই দুরাশা।


নিবিড়
পরিচর্যা ছাড়া,
হার্দিক ভালোবাসা ছাড়া
উষর মরুভূমিতে কি কখনও
গড়ে ওঠে সুশোভিত সবুজ উদ্যান;
পোড়ামাটি কখনও পায় না সবুজের ঘ্রাণ।


হৃদয়ের
গভীরে গাঁথা
বিষাদের পেরেক টেনে
উপড়াতে না পেরে, প্রবঞ্চিত
আঁধারের নির্জন সমাধিতে শুয়ে আছি।
চাইলেও ফোটাতে পারি না ভালোবাসার ফুল।
২০-৩-২০১৮