প্রতি রাতে প্রতিবাসী প্রণয়িনী প্রাণের কবিতা
বোধের সাগরে ডুবে সারে সূচিস্নান
চক্ষের সম্মুখে উন্মোচন করে তার
শুভ্র বক্ষ দিগন্তের অক্ষে।
শিহরিত করে তনুমন, কামিনী সুবাসে জাগায়
দুর্দমনীয় মাতাল নেশা অন্তরের চারু চাতালে।
ঢেলে দেয় অন্তহীন ভালোবাসা
ধমনীর প্রবহমান শোনিত স্রোতে
কামনার জলে তোলে জলাঙ্গী তরঙ্গ।
শব্দের নৈবেদ্যে বুকের কর্ষিত জমিনে
অনুভব করি অতুল শব্দবীজের স্পন্দিত শিহরণ।
শিহরণে সমীরণে মনের প্রান্তরে ফোটে
কাব্যফুল অজস্র অযুত উপমায়।
লাস্যময়ী কবিতারা হাস্যোজ্জ্বল বদনে
কাছে ডেকে বাড়ায় ক্ষুধার নেশা
আনত দৃষ্টিতে অনুভাবের
সৃষ্টি ছাড়া বৃষ্টির মদিরতায়;
যেন হাতের নাগালে
অনন্ত ক্ষুধার সুধা মেটানো সুস্বাদু গন্ধম
যে নেশায় স্বর্গচ্যুত হয় আপ্লুত আদম।
১৭-২-২০১৯