সভ্যতা আজ ভরে গেছে অ-সভ্য মানবে।
মানবের আসন বেদখল, তাই সমাজ
আজকে শাসন করছে দানবে।
দিনের আলোয় লুট
হতে দেখি
সকাল।
ভয়ে
জড়োসড়ো হয়ে
আঁধারে মুখ লুকায়
ক্লান্ত বিকেল। আমার দৃষ্টি
ভাবলেশহীন পড়ে থাকে অস্তগামী সূর্যের
উপর; একটি সুন্দর সভ্য সকালের প্রত্যাশায়।
৮-৪-২০১৮