জানতো না কী যে ছিলো মেয়েটির অপরাধ
তারই ব্যথায় আর্তনাদ করেছে এ মাটি ও সবুজ ঘাস
এখন সে মৃত, লাশকাটা ঘরে পড়ে আছে একা
কলঙ্কিত হলো তারই রক্তে স্বাধীনতার ইতিহাস!


তার ছেঁড়া জামা রক্তাক্ত শরীর হয়েছে পোস্টার
দেয়ালে দেয়ালে গাঁথা হলো প্রতিবাদের নিরব ভাষা
মানুষের বোধে ধুলির আস্তর জমেছে অবাধে
মেঘে মেঘে ঘুরে বহুকাল ধরে জমানো হতাশা!


অথচ সেদিন শপথ ছিলো স্বাধীনতা, শান্তি, সমতার
সংগ্রামে সমরে সেদিনও পাশাপাশি ছিলো যারা
মানবিকতার দ্বারে আজ অহমের খিল দিয়ে
নারী ও পুরুষ দুর্ভেদ্য দেয়ালে বিভেদ করেছে তারা!


সময় এসেছে দেয়াল ভাঙার, মুঠোতে সাহস ভরে
সমঅধিকারে এগিয়ে চলা দিনবদলের সাথে
নারী ও পুরুষে শত্রুতা নয়, বন্ধুতা হোক দৃঢ়তর
সৌরদীপের পড়ুক আলো বিবেকের তমশাতে।
২৫-০৪-২০২২