ক্ষোভের আগুন ছুঁড়ে দাও বার বার
ভালোবাসার অমল কোমল পালক পুড়ে
হয়ে যায় ছারখার!


ব্যথার সাগরে ওঠে আইলার অস্থির তান্ডব
আঁধারে হারায় চাঁদের আনন্দ অভিসার!


জানালায় চেয়ে থাকা মায়াবী মাধবী
অভিমানে ঝরে যায়, ফোটে না সে আর!


কামনার ঝারবাতি নিভে যায়
চোখ জুড়ে লেগে থাকে বিষাদের
ঘন কালো অন্ধকার!


ক্ষোভের আগুনে পুড়ে বার বার
জীবনের সব আশা সব স্বপ্ন সব ভালোবাসা
হয়ে যায় ছারখার!


কেন এত জিদ পুষে রাখো মনে
জিদের আগুনে শুধু আমিই পুড়ি না, তুমিও তো পুড়ো
পুড়ে যাই দুজনেই খুব সঙ্গোপনে!
৪-৯-২০১৯