বিজয়ের উৎসবে সেজেছে ঢাকা
নির্জন রাতের আকাশে ফ্যাকাশে চাঁদ
জেগে আছে একা একা!


পৌষের বিষন্ন চোখ থেকে খসে পড়ে
নিশির শিশির
খুঁজে নেয় অভয় আশ্রয় রাধাচূড়ার বিলোল বুকে!


ভীষণ অচেনা মনে হয় অতি পুরাতন
চেনা শহর
ভাসমান পতিতা ভাতের গন্ধ পেতে খুঁজে
রসের নাগর!


রঙিন আলোয় ঝাপসা পৃথিবী কুয়াশাকাতর
আকাশের ছাদ, মাটির বিছানা, বাতাসের
দেয়াল বেশ্যার ঘর!


বর্ণিল আলোয় ঝলসানো চোখে কী মায়াময় ধরা!
ও আমার দেশ, ও আমার মাটি, ও আমার মা
এইসব নিরন্ন নিরাশ্রয় মানুষের রাখো কি খবর?


আলোর নিচে এ অন্ধকার বড্ড বেমানান!
১৭-১২-২০১৯
ভোর ১টা ২৬ মিনিট