সাবধান বাঙালি সাবধান!
সাবধান বাঙালি সাবধান!
একাত্তরের শকুনীরা আজো
বাংলার আকাশে ওড়ে
পঁচাত্তরের হায়েনারা আজো
আশপাশেতেই ঘুরে
ভুলেনি তো তারা পরাজয়ের গ্লানি
বেড়েছে কেবল
সময়ের ব্যবধান।
সাবধান বাঙালি সাবধান!


চায়নি যারা বাঙালির স্বাধীনতা
চায়নি বাংলাদেশ
ভেবো না তারা এতদিনে সমূলে
হয়ে গেছে নিঃশেষ।
ওরা ভাইরাস মরেও মরে না
ওদের ভুষণ্ডি শকুনের জান
ওত পেতে আছে ওরা
জঙ্গিবাদের পাগলা ঘোড়া
ছুটে এসে বাংলাকে বানাবে
অস্থির আফগান।
সাবধান বাঙালি সাবধান!


জোট করেও যখন ভোটে
জোটেনি কিছুই তাদের ললাটে
পারেনি ঠেকাতে ভূমিধস পরাজয়
পায়নি কোথাও দাঁড়াবার ঠিকানা
বরাভয় আশ্রয়
তখন তাদের গাত্রদাহ
দ্বিগুণ গিয়েছে বেড়ে
আসতে পারে প্রবল প্রতাপে
দৈত্যের মতো শিং নেড়ে।
বাংলার মাটিতে কোনোদিনও
তারা যেন না পায় আর স্থান।
সাবধান বাঙালি সাবধান!


ওরা এখন মিশে গেছে সবখানে
যেমন মিশে হাওয়ায় ধুলিকণা
সুযোগ পেলেই মারবে ছোবল
তুমুল তুলে বিষের ফণা।
তাদের হাতেই জাতির পিতা
স্বজনসহ দিয়েছে প্রাণ
তারাই করেছে বাঙালি নিধন
করেছে রক্তস্নান।
রূপ বদলিয়ে তারা যে ধরেছে আজ
দেশপ্রেমিকের মিথ্যা ভান।
সাবধান বাঙালি সাবধান!
২০-১-২০১৯