শোন হে মানুষ নাই কোন হুশ করছ বাহাদুরি
মরন আসলে শেষ হবে তোর সকল জারিজুরি।
অহংকারে ভুলেছ সব আছে তোমার ব্যাংক ভর্তি টাকা
মরনের পর স্মরণ হবে তোমার হাত দুইখানি ফাঁকা।
করছ বড়াই অভাব কিসে আছে হাজার বিঘা জমি
মরনের পর পাবে কেবল সাড়ে তিনহাত ভূমি।
বিশাল বড় বাড়ি তোমার শয্যা সঙ্গী নারী
কবর দেশে যেতে হবে সকল কিছু ছাড়ি।
প্রাসাদোপম অট্টালিকা ভাবছ কিসের ডর
ভুলে গেছ শেষ ঠিকানা অন্ধকার মাটির ঘর।
রঙিন আলোর ঝাড়বাতি তো কবর দেশে নাই
নেক আমলে জ্বলবে আলো সঙ্গে নিও তাই।