মানুষের
জীবন কত
অদ্ভুত রহস্যময় জটিল
কত বিচিত্র তার ভাবনা
কত বিচিত্র তার চিন্তা চেতনা!
অথচ এই বৈচিত্রময় মানুষই কত অসহায়!


মানুষ
বাঁচতে চায়
মৃত্যুদূতের হাত থেকে।
চাইলেও কি পারে বাঁচতে;
পারে না; পারবেও না কোনোদিন।
মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে।


মানুষ
ইচ্ছা করলে,
মন থেকে চাইলে
বাঁচতে পারে পাপ হতে।
অথচ পার্থিব লোভে প্রতিনিয়ত মানুষ
ধাবিত হয় পাপের অন্ধকারময় প্রবঞ্চিত পথে।


মানুষ
ভুলে যায়
শেষ পরিণতির কথা।
ভুলে যায়, একদিন তাকে
দিতে হবে কৃতকর্মের সব হিসাব
তার অবধারিত ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম।
১৯-৩-২০১৮