[১০ জানুয়ারি ১৯৭২, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহান নেতার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত]


ঘুমের মাঝে চোখে ভাসে
শেখ মুজিবের ছবি
জগত আলো করতে যে আর
ওঠবে নাকো তারচে বড় রবি।
কর্ণে শোনি সাতই মার্চের
বজ্রকণ্ঠ ভাষণ
রাজা হননি যখন তিনি
রাজার মতো দেশ করেছেন শাসন।
তাঁর ভয়েতে ভীত হয়ে
পাকি জানোয়ার
ধরে এসে অবশেষে
কণ্ঠ চেপে তাঁর।
বন্দী করে নিয়ে গেলো
অন্ধ কারাগারে
এমন কারা আছে কোথায়
রাখতে তাঁরে পারে!
আসেন ফিরে হাসিমুখে
ফাঁসির মঞ্চ থেকে
নিঃস্ব যখন পাক বাহিনী
বিশ্ব তখন অবাক চোখে দেখে।
বিশ্ব জুড়ে এমন নেতা
ক’জন বলো আছে
হার মানেননি প্রাণের ভয়ে
দুঃশাসনের কাছে?
মৃত্যুভয়কে তুচ্ছ করে
উচ্চ শিরে ফিরেন বীরের বেশে
রক্তক্ষয়ী যুদ্ধ জয়ী
স্বপ্নের স্বাধীন বাংলাদেশে।
সারা জীবন গেয়ে তিনি
জয়ো বাংলার গান
দেশের জন্য দেন বিলিয়ে
স্বজনসহ প্রাণ।
এমন নেতার হয় না মরণ
থাকেন চিরঞ্জীব
মরেও তিনি আছেন অমর
প্রাণের শেখ মুজিব।
১০-১-২০১৯