(মুজিব শতবর্ষ সংকলনের জন্য)


"বাঙালি, বঙ্গবন্ধু, বাংলাদেশ" কী অপূর্ব
শব্দদ্যোতনায় বিন্যস্ত ব-দ্বীপ বক্ষদেশ
তেরোশত নদী তার ভেতর নিয়েছে নিবিড় আশ্রয়!


বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর, পঁচাত্তরে
নিহত অযুত-নিযুত রক্তজবার রঙে আঁকা
আশ্চর্য আল্পনা!
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে সবুজের গালিচায়
নান্দনিক নির্মাণের কারুময় বিসৃত বিন্যাস!


এবং প্রতিটি বাঙালির অন্তরে ভাস্বর
অত্যুজ্জ্বল মানবসূর্যের যে চেতনা চিরঞ্জীব
ঐন্দ্রজালিক আলোয় উদ্ভাসিত ঐশ্বরিক
ঔদার্যে মহিমান্বিত একটি মোহন মধুর নাম-
শেখ মুজিব! শেখ মুজিব! শেখ মুজিব!
০৫-০১-২০২০