সকাল দুপুর পাতার নূপুর ঝমঝমিয়ে বাজে
উদাসী মন ঘুরে বেড়ায় ঝাউবীথি বন মাঝে।


দীঘির জলে ফোটে দুলে শাপলা কুমুদরাশি
জলের পরে খেলা করে হংসছানা ভাসি।


নারকেল পাতার আড়ে থেকে হাসে রাতের শশী
রূপকথার সেই গল্প শুনি উঠানেতে বসি।


নিশির শেষে স্নিগ্ধ শিশির পিটির পিটির ঝরে
উম খুঁজি ঘুম ঘোরে আমার মায়ের আঁচল পরে।


শিশির ঝরে নিদ্রা কাড়ে পাখির কলরবে
উম ছেড়ে বাহিরে মিশি শিশুদের উৎসবে।


সবুজ মাঠ সরু বুনো বাট দুই চোখেতে ভাসে
শিশির কণায় মুক্তোদানায় ভোরের রবি হাসে।


কত সুখে কাটে শৈশব গাঁয়ের সবুজ কোলে
শিশিরের শব্দ কেমন ছিলো আজ তা গেছি ভুলে!


ইটের ভিতর কীটের মতো করছি যে বসবাস
শৈশব স্মৃতি মনে করে আজ ফেলি দীর্ঘশ্বাস!


আজো আসে হেমন্ত শীত শিশির জমে ঘাসে
শিশিরের শব্দ যে হয় না শোনা মনমুকুরে ভাসে।
১০-৯-২০১৮