বকের পালকের মতন কাশের পরাগ মেখে
বৈকালিক বাতাসের সাথে উড়ে বকসাদা মন
ব্যাকুল ভ্রমর হয়ে বসে আকন্দ ফুলের মখমলী গায়ে।
জামদানী সাদাশাড়ির অমল আঁচল উড়ায়
হাওয়ায় প্রীতির সুবাস। গোধূলির আবীর কপোলে
আঁকে আহ্লাদী আল্পনা অনন্ত আবেগে।


সবুজের সমারোহে শান্তির নিশান, অস্তরাগে সূর্যের শরীরে
ডিমের কুসুম। নাগরিক কোলাহল, ক্লান্তি বিনাশের শীতল টনিক।
শিরিনের শিসে বেদনার ইতিহাস লিখা দেয়ালে দেয়ালে
সভ্যতার আঁচড়ে উজাড় বুনোহাঁস সুখের সংসার
সকলই- অতিলোভী মানুষের অদ্ভুত খেয়ালে।
২৪-০৯-২০২১