কেমন আছো তুমি আজি জানতে নাহি চাই
শুধু জেনো তুমি ছাড়া দুঃখের অন্ত নাই।


কিছু প্রশ্ন বুকের ভিতর ঘুরে ঘুরে ওঠে
কিছু কথা জানতে চায় মন তোমার রাঙা ঠোঁটে।


তুমি-ও কি আমার মতো একলা জেগে রও
চাঁদের পানে চেয়ে থেকে উন্মনা কি হও?


ছাদে বসে চাঁদের আলোয় মন কি ভিজে আজ
উতল হাওয়া দেয় কি ভেঙে মিহিন শাড়ির ভাঁজ?


জোড়া শালিক দেখে কি আর মন চঞ্চল হয়
সুখ ছোঁয়ায় কি দেহের ধারে স্রোতস্বিনী বয় ?


সর্ষে ক্ষেতে ভাসাও কি আর মন পবনের নাও
শঙ্খচিলের ডানায় কি আর রোদের গন্ধ পাও?


ঝরা ফুলের ক্রন্দনে কি আমার কণ্ঠ শোনো
বেলকনিতে বসে কি আর ফেরার প্রহর গুনো?


আজও কি হও বিভোর তুমি বকুল মালা শুঁকে
ওঠে কি আর ব্যথার ঊর্মি অশ্রু ভেজা বুকে?


বৃষ্টি দেখে দৃষ্টি কি আজ ঝাপসা হয়ে আসে
মনমকুরে এখনও কি আমার ছবি ভাসে?


আমায় ঘিরে কোনো স্মৃতি ভাসে যদি চোখে
ডাকলে পাবে পাশে তোমার সুখে কিবা দুখে।
২৯-৯-২০১৮