ভাসানটেকের বস্তিতে
আমার ঝুপড়ি ঘর
আরশোলা ব্যাঙ সবাই আপন
শুধু মানুষগুলোই পর।


একলা রাঁধি একলা কাঁদি
একলা বেড়ে খাই
একলা হাসি একলা কাশি
সুখ দুঃখের সঙ্গী কেহ নাই।


ওই যে পাশের দালানগুলো
শূন্যে মাথা ঝুলে
তার ভিতরের মানুষগুলো
তাকায় না কেউ ভুলে।


আমিও চলি আমার মতো
যাই না তাদের কাছে
খয়রাত চাইতে গেছি ভেবে
তাড়িয়ে দেয় পাছে।


হঠাৎ দেখি পাশের বাড়ি
অনেক লোকের ভীড়
কৌতুহলী লোকে গমগম
শান্ত সুখের নীড়।


বখে যাওয়া ধনীর দুলাল
ধরলো পুলিশ যাকে
নেশার ঘোরে খুন করেছে
নিজেই নিজের মাকে।


অর্থ যে সব অনর্থের মূল
বুঝতে নেই আর বাকী
চাকচিক্য ওই বাইরে কেবল
ভিতর সবই ফাঁকি।


ধনেতে নয় মনেতে সুখ
যদি কারো থাকে
সত্যিকারের সুখী মানুষ
বলবো আমি তাকে।
২৯-৩-২০১৮