স্মৃতির সীমান্ত ঘুরে একটা কথাই জেনেছি আজ
কেউ নেই কিছু নেই আছে শুধু তোমার নিপুণ
হাতে সাজানো ভালোবাসার কারুকাজ।


মৃন্ময়ী বসন্তে যে স্মৃতি গোলাপ হয়ে ফোটে
সে স্মৃতি যাবে না ভোলা কোনোকালে
থরে থরে পড়ে রবে বেদনার বালুতটে।


বেদনার নেই তো ঠিকানা, নেই কোনো গ্রাম
চোখের জলের নেই দাম, ভালোবাসা শুধু কান্নারই নাম
তোমাকে ভালোবেসে আজ জানিলাম।
২-৩-২০১৯