অজানা অচেনা গন্তব্যে মানুষ ছুটছে নিরন্তর
ছুটতে ছুটতে যেখানটায় গিয়ে থামে
সেখানে যৌবন খেলা করে না আর
সকালের রোদে ছায়া ফেলে মেঘেদের ঘোর অন্ধকার।
কপালে চিন্তার বলিরেখা হয়ে যায় আলপথ
যে পথের রেখা ধরে হেঁটে হেঁটে পাড়ি দিয়ে
এসেছে এমন কতশত রঙের ফাগুন
দাউ দাউ আগুন নেভানো বিবর্ণ
চোখের তারায় ভাসে না তখন নতুন আলোর ভোর
সমুখে ঝাপসা আলোয় দেখে অকৃপণ মাটি তার বক্ষে
পেতে রেখেছে স্নেহের আঁচল আর
সুদীর্ঘ ঘুমের শান্তিময় গোর।
বেভুল মানুষ বুঝতেই পারে না
সন্ধ্যার অতল অন্ধকারে কখন হারিয়ে গেছে
শিশিরস্নাত সোনালি সকাল আর
রোদের মধুর গন্ধমাখা উজ্জ্বল দুপুর।
জীবন নদীর কিনারে এসে
ছিড়ে যায় পাল, ছুটে যায় হাল সব রঙ হয়ে যায় ফিকে
দিকে দিকে স্তব্ধ হয়ে যায় সব সুর।
কিসের নেশায় মানুষ তবে-
ছুটছে তো ছুটছেই এমন নিরন্তর;
বেহুশ মানুষ হুশ ফিরে পাবে কবে?
২২-৩-২০১৯