তোমাকে হারিয়ে যতটা কেঁদেছি
তার অর্ধেকও কাঁদিনি প্রিয়জন হারিয়ে।
কেননা তুমি তো সেই মহান পুরুষ
সবাইকে বুকে টেনে নিতে স্নেহের হাত বাড়িয়ে।
সবুজ ঢাকার স্বপ্ন দেখিয়ে আজ
তুমি নিজেই চলে গেছো স্বপ্নের দেশে
দেখে যাও প্রিয় আনিসুল হক
তোমার জন্য কত মানুষের বুক চোখের জলে ভাসে।
জানি না কবে আবার বাংলাদেশ পাবে
তোমার মতো সাহসী নেতা
জানি না কী দিয়ে পূরণ হবে
তোমার এই অকাল শূন্যতা।
জনতার হৃদয় থেকে মুছে যাবে না
তোমার দেশপ্রেম সততা সাহসিকতা
তোমার আদর্শ প্রেরণা হয়ে রবে চিরকাল
তুমি শান্তিতে ঘুমাও হে প্রিয় নগর পিতা।
তোমার না বলে চলে যাওয়ায়
হৃদয়ে জমেছে হিমালয়সম শব্দহীন শোক
কেউ জানবে না কোনো দিন
কতটা আপন ছিলে প্রিয় আনিসুল হক।


২-১২-২০১৭