পেশায় ডাক্তার
মানুষের জীবন দেয়াই কাজ যার
সে কিনা সিরিয়াল কিলার
অন্ধকার জগতে এক ভয়ঙ্কর গডফাদার।


যার হাতে থাকার কথা অস্ত্রোপচারের অস্ত্র
তার হাতে মারাত্মক আগ্নেয়াস্ত্র।
মানুষ বাঁচানোই যার পেশা
এখন মানুষ মারা তার নেশা।


যে সমাজে এমন মানুষ দেখা যায়
সে সমাজের বুকে যে কত বড় ক্ষত-
চিন্তার ভারী পা ফেলে মগজে ঢুকে দ্রুত
করোটির ভিতরে বুনে মাকড়শার জাল;
সে জালে ধরা পড়ে সতেজ ফসলের
শীষ খেকো বিষপোকা-
মানুষ গড়ার কারিগর বেলাহাজ ধর্ষক।
কৌশলের ফাঁদ পেতে ছাত্রীর জরায়ু
পথে ঢালে অসৎ কামনার জল।


এমন কত শত ক্ষতের পচনে
যন্ত্রণাকাতর সমাজ আজ ক্রন্দনরত।
খেজুর পাতার নেকাবের কালো কাপড়ে
মুখ ঢেকে চেয়ে থাকে রাতের চাঁদ;
বিমর্ষ মলিন সমাজের চোখ মুছে
লজ্জায় মুখ ঢাকে সূর্যের আড়ালে।
রোদ যত প্রখর হয়
হৃদয়ের যন্ত্রণা তত বাড়ে।


আর কত পচন হলে নিদাঘ সমাজক্ষতের
প্রয়োজন হবে নৈতিকতার সার্জারি!
১২-৬-২০১৮