একজনাকে ঘরে রেখে অন্য জনে দেহ দান
কেমন করে বলি এটা সভ্য লোকের ভদ্র প্রাণ!
ভয়ংকর এক সমাজব্যাধি খাচ্ছে কুড়ে সমাজকে
কোন পথে যে মানবতা তার জবাব  আজ দিবে কে?
কত শিশু হচ্ছে বলি পরকীয়ার জেরে
কত সংসার যাচ্ছে ভেঙে নিচ্ছে জীবন কেড়ে!
পেটের ক্ষুধা মিটাতে কেহ পতিতা যদি হয়
দেহের ক্ষুধা মিটায়ে সে পতিতা কেন নয়?
কেউ পতিতা কেউ বা পতিত পরকীয়ার মোহে
অশান্তির এই অগ্নিবাণে যাচ্ছে সমাজ দহে।


বিবাহটা বৈধ কারণ সামাজিক এক চুক্তি
পরকীয়া মনের চুক্তি খাটে না এই যুক্তি।
মন যারে চায় যেমন যেথায় তার সাথে বাঁধো ঘর
পরকে আপন করতে গিয়ে আপনকে নয় পর।
পশুর মতো অবাধ মিলন মানবতার অপমান
নিলাজ ব্যাধি সমাজ হতে হোক চির অবসান।
পরিবারে শান্তি আসুক বাঁচুক জাতি ধর্ম
মানুষ তুমি হও মানবিক ছাড়ো অসৎ কর্ম।
৩-১০-২০১৮