একদিন দুলে ওঠেছিলো খুশিতে হাতিরঝিল
একদিন মিরপুরে হয়েছিলো জোনাকি মিছিল
একদিন নদী ওঠে এসেছিলো শহরের ফুটপাতে
একদিন দোয়েলের শিস বেজেছিলো পাতাতে পাতাতে
একদিন পাখি হয়েছিলো শরতের সাদা সাদা মেঘ
একদিন ফুল হয়ে ফোটেছিলো আমাদের অজানা আবেগ
সেদিন রেখেছিলাম ঠোঁট একে অপরের ঠোঁটে
সেদিন চাঁদটা ছিলো আমাদের দুজনের করপুটে
সেদিন বুঁদ হয়েছিলাম এসে শরীরের সবশেষ ধাপে
সেদিন সাইবেরিয়া হয়েছিলো বাষ্প বুকের উত্তাপে
সেইদিন আমাদের ছিলো না ফেরার কোনো তাড়া
আজ আমাদের দেখো কতটা ব্যস্ততা খাপছাড়া
সময় কেবল বদলায়ই না স্বপ্নকেও গুম করে
আর মানুষও মাটি হয় অবশেষে মাটির কামড়ে।
০৩-০৭-২০২২