অনন্ত
পৃথিবীর কক্ষপথে
করছি জন্মান্তর পরিভ্রমণ
সুনন্দিতার রূপময় ছবি চোখে।
দিগন্তরেখায় বিষাদের কালো ছায়া দোলে,
সচকিত হৃদয়ের অনুভবে শুনি ওপারের ডাক।


উলূকের
কণ্ঠে শুনি
সকরুণ বিষাদ সুর।
চেতনার নোনাবালি তীর ঘেঁষে
ভেসে আসে সুতীব্র চিৎকারের প্রতিধ্বনি;
শঙ্খচিলের ঝাপটানো ডানার বাতাসে ভর করে।


তবুও
ভাবলেশহীন হাঁটি
সাগরসঙ্গম মোহনার দিকে।
কাঁটানটের ঝোপ, হিজলের বন
অবিচল চেয়ে থাকে ধূলিধূসরিত চোখে;
মায়াময় ছায়াপথের মিটমিটে মৌন আলোর রেখায়।


আমি
ভুলে যাই
পৃথিবীর সব মায়া
কেবল ভুলতে পারি না
সুনন্দিতাকে। নদীজলে হৃদয় বন্ধক রেখে
সুনন্দিতার খোঁজে হাঁটি অনন্তের অজানা পথে।
২-৩-২০১৮