স্বপ্নকে কবেই তুলেছি চিতায়
স্বপ্নপোড়া ছাই এখনো ওড়াই কবির কথায়
অমল বিশ্বাসে-যদি কিছু পাই...


আমি গোলাপের কাছে যাই
নদীর নিকট খুঁজি নারীর হৃদয় বিশুদ্ধ নিষ্পাপ
শীতের সূর্যের কাছে ধার করি কবোষ্ণ উত্তাপ...


হৃদয়বন্দরে নষ্ট রাতে কষ্ট খালাসীর কাজ নিয়ে
খেটেখুটে বিনিময়ে দিনশেষে বিহ্বল বুকের করিডোরে
হতে দেখি আরো বেশি বেদনা বোঝাই...


বিকেলের বাতাসে আঁতাত করে
আমার চোখেই ঢুকে পড়ে স্বপ্নপোড়া ছাই
জলশূন্য চোখে জলের ধারায় হিজল ফুলের মতো ভাসি
কারো মনের মোকামে তবুও হয় না ঠাঁই...
৩-১১-২০১৯