আহা! কীরকম তুলতুলে স্বপ্নের চিবুক
কুমড়ো ফুলের মতো নরম কোমল।
মনে হয় ছুঁতে পারলেই হাতে লেগে যাবে
আকাঙ্ক্ষার অজস্র পরাগ।
অথচ কী আশ্চর্য ভঙ্গিতে স্বপ্নগুলো
ছোপ ছোপ পেঁজাতুলো মেঘ হয়ে
উড়ে যায় অসীম আকাশে।
ফুলের সুবাস
           সবুজ শস্যের দোলা
                     শালের অরণ্য
শালিকের কিচিরমিচির শব্দ, সব...
সবকিছু স্তব্ধ করে দেয় রোদের চাবুক।
চেতনার তটে অভাবের শঙ্খনাদে
খানখান হয়ে যায় ইচ্ছার উত্থান।
জীবনসৈকতে মোখার সংকেত হয়ে
ঝুলে থাকে প্রার্থিত স্বপ্নের সোনালি চিবুক
ছোঁয়া হয়ে ওঠে না জটিল নকশার জামদানি সুখ।
দিন যায় দিনের নিয়মে। আমাদের স্বপ্নগুলো
অধরাই থেকে যায়। আমাদের ইচ্ছেগুলো
আমাদের স্বপ্নগুলো ফড়িংয়ের ফিনফিনে
পাখা হয়ে কেবলই ওড়ে যায়...কেবলই ওড়ে যায়।
কুয়াশার ধবল আস্তর হয়ে ঝুলে থাকে দিগন্তরেখায়।
২৬-০৫-২০২৩