একটা একটা করে দিন যায়, রাত যায়, যায় মাস
ক্যালেন্ডারের রঙিন পাতা উল্টে যায় একে একে
স্বপ্নগুলো থেকে যায় চোখের পাতায়!


জীবনের সব চাওয়া পূরণ হতো যদি!


যদির নিকটে এসে ফিরে যায় স্বপ্নের সুজলা নদী
আচানক বাঁক নেয় অন্য পথে। ভিজে না বিশুষ্ক স্বপ্ন আর
ফোটে না গোলাপ প্রেমের সংলাপে হৃদয়ের লোহিত উদ্যানে!


পায়ে হাঁটা এ মেঠোপথ ফুরায় না কোনোদিন
হেঁটে হেঁটে ক্ষয়ে যাওয়া পথের বুকে আলপথে
ঘাসের ডগায় জমে থাকা সকল স্বপ্নশিশির
টুপ করে ঝরে যায় বাতাসের আলতো দোলায়!


ভেজা স্বপ্ন শুষে নেয় শুষ্ক মাটি চারিদিকে চৈত্রের প্রখর খরা
বিরস মাটির বুক চিরে গজাতে পারে না আর স্বপ্নের শোভন চারা।
এভাবে স্বপ্নরা থেকে যায় আড়ালে অধরা!


বুকের নিকটে ভালোবাসার নির্জলা নদী এসে
ফিরে যায় বার বার
স্বপ্নের শরীর বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে রক্ত, বিচলিত হৃদয় আমার!
১০-৯-২০১৯