শরত স্পর্শে কাশ ফুল বাতাসে দোলে
দৃষ্টি পড়ে থাকে গাঙচিলের ডানায়
আকাশের নীল ছুঁয়ে মেঘ বালিকারা
পাহাড়ের গায়ে বৃষ্টির ঘুঙ্ঘুর বাজায়।
শিশিরের সঙ্গমে শেফালীর ভাঙ্গে ঘুম
সবুজ ঘাসের বিছানায় কাটে রাতের বাসর
বিরহী চাঁদ ধূসর চোখে চেয়ে থাকে
ঢাকের শব্দে মুখরিত হয় বাংলার প্রান্তর।
নদীর চরে বুনোহাঁস খেলা করে
গৃহহারা মানুষ খোঁজে আপন ঠিকানা
নরম পলির বুকে ঘাসেরা উঁকি দেয়
ধানের শীষ আঁকে সোনালী আল্পনা।


১২-৯-২০১৭