হাতছানিতে নদীর ধারে  শরৎসন্ধ্যা বেলায়
ডাকলো যখন উদার নীলাকাশ
কাশবনের কন্যা দেখার পেলাম অবকাশ
মত্ত সে যে হাওয়ার সাথে লুকোচুরি খেলায়।


অবাক আমি শ্বেতবসনের কাশের দেখা পেয়ে
লজ্জানত আকাশ র’লো দিগন্তে মুখ নুয়ে
শুভ্র কাশের পরাগগুলো হৃদয় গেলো ছুঁয়ে।
ডেকে বলি কাছে এসো ওগো শরৎ মেয়ে!


মোহনকান্ত রাশ হেমন্ত ওঠলো কেশে যেই
লজ্জা পেয়ে কাশের মেয়ে ঘাসে লুকায় মুখ
হিয়ার ভেতর দোলা দেয়ার ভালোবাসার সুখ
দেখি আমার পাশে রুপের শরৎরাণী নেই!
৭-১০-২০১৯