তোমার কথা আমি তন্ময় হয়ে শুনি
যখন তুমি কথা বলো কবিতার মতো
তখন আমার আর কবিতা লিখা হয় না
কবিতার ছন্দ মাত্রা যাই ভুলে
নিজেকে দিই ভাসিয়ে কবিতার বেনো জলে।


তোমার সব কথাই কেন জানি
মনে হয় কবিতার স্রোত;
আর সেই স্রোতে গা ভাসিয়ে
হারিয়ে যাই অনন্তের ওপারে,
ডুবে যাই আহ্লাদি কবিতার অতল সাগরে।


তখন তোমার মধ্যে দেখি রবীন্দ্রনাথ, নজরুল
নদী আর নারীকেও চিনতে করি ভুল।
যখন নদীর দুই তীরে ফোটে শুভ্র কাশ
আনমনে হৃদয়মাঠে করে চলি
শুধুই ভালোবাসার চাষ।
ভালোবাসার মোহে ইলেক্ট্রিকের তারে ঝুলন্ত,
মৃত বাঁদুরের চোখে দেখি উল্টো পৃথিবী
দিনকে মনে হয় রাত; রাতকে মনে হয় দিন
পৃথিবীর সব রঙ চোখে জমে চারপাশে
দেখি সব কিছু রঙিন।


আমি জানি, এই রঙিন ভালোবাসাই হয়তো
ডেকে আনবে আমার সাড়ে সর্বনাশ।
জানি আমি, এখন যা মনে হয় ধ্রুপদী কবিতা,
মনে হয় সুগন্ধি গোলাপ; ঘোর কেটে গেলে
মনে হবে শুনেছি এতদিন পাগলের প্রলাপ।
প্রেমে পড়লে পাগলের প্রলাপও বিশুদ্ধ কবিতা মনে হয়
মনে হয়, এটাই জীবনের শ্রেষ্ঠ বরাভয়।
অথচ কবিতার মতো সুরভিত, সুললিত প্রেমই
ডেকে আনে কারো জীবনে হাহুতাশ
কারো জীবনে বহে স্বর্গের সুবাতাস।
সত্যিই সেল্যুকাস!


(৩০-৮-২০১৮)