(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)


ফাগুন পরেছে পলাশের শাড়ি
কপালে নিয়েছে এঁকে মাধবীর টিপ
সবুজ ধানের ক্ষেতে লীলাবতী সাজ
জড়াজড়ি বসে আছে শুকসারি
ভুলে ভয় লাজ।


চঞ্চুতে চঞ্চুতে ঘষে তারা
করছে বসন্ত উদযাপন
হৃদয়ে হৃদয় রেখে খোঁজে
চলেছে সুখের স্মৃতিময় বৃন্দাবন;
খোঁজে আর-
টগবগে তারুণে লালিত্য ঝংকার।


কিছু স্পর্শ আগুন জ্বালে শিরায়
মাংশের গুহায় কিছু স্পর্শ
ঢালে শীতল জল
কিছু স্পর্শ স্মৃতির তিতির হয়ে
মনোদ্যানে ডেকে যায় অনর্গল।


এমন বসন্তদিনে
বহু স্মৃতি স্পর্শ করে স্মৃতির গহিনে।
জমা করে অন্তরে স্পর্শের রোশনাই
ফুরিয়ে যাওয়া দিনের পরতে
স্পর্শের ফসিল হয়ে যাই।
১১-০৩-২০২১