শ্রাবণ দিনের আকাশ রোদের বাড়ি
নীপবনে বৃষ্টিদের নেই খেলা
শেষ হয়েছে ভীষণ তাড়াতাড়ি
সয় না এ প্রাণ শ্রাবণ মেঘের হেলা।


বাতাস এসে শিস দিয়ে যায় কানে
মলিন বাসে ফুলের আহাজারি
বিষণ্নতার বাজনা বাজায় প্রাণে
আকাশ-মাটির দীর্ঘকালের আড়ি।


চুমুর খরায় ফাটছে ঠোঁটের কোণা
সতেজ রাখতে মাখছি লিপস্টিক
মনজমিনের অনার্দ্র এই মাটি
কপাল জুড়ে ঘাম জমে চিকচিক।


বেগম পাড়ায় ঘুমায় দেশের লোক
ভাঙাবে কে শ্রাবণ দিনের অমন অনশন
লোডশেডিংয়ের ধকলে নাই সুখ
বৃষ্টিমেয়ের ডাক শুনতে ভীষণ ব্যাকুল  মন।
২৮-০৭-২০২২