[একজন ছিন্নমূল শিশু শ্রমিকের আর্তি: পরম শ্রদ্ধাভাজন কবি শহিদুল হকের সমন্বিত ছড়ায় মন্তব্য থেকে সৃষ্ট কবিতাটি প্রিয় কবির করকমলে নিবেদিত]


সবাই যখন স্কুলে যায় হাতে নিয়ে বই
আমি তখন পথের ধারে অবাক চেয়ে রই।
হাতুড়িটা হাতে নিয়ে ভেঙে চলি ইট
কেউ আমাদের কয় না মানুষ ভাবে ড্রেনের কীট!
আমারও তো ইচ্ছে করে লেখাপড়া শেষে
সুখ স্বাচ্ছন্দে কাটাবো দিন সভ্য মানুষ বেশে।
আমার শ্রমে গড়ছো দালান করছো আরাম বেশ
আমায় ফেলে আঁধার জেলে ক্যামনে আগায় দেশ!
ছিন্নমূলের ভিন্ন কি আর আছে পরিচয়
তোমরা যদি মানুষ তবে আমরা কেন নয়!
আমরা যদি না বই বোঝা ঘাম ঝরানো পিঠে
গড়তে কি আর পারবে দালান আগুন পোড়া ইটে?
শিশুশ্রমের আইন করেছো ভাবছো না কেউ আজ
অনাহারে থাকি আমি যদি না পাই কাজ।
বিত্তবানের চিত্ত গলে খুলুক দানের হাত
আমার মতো ছিন্নমূলের কাটুক আঁধার রাত।
থাকতে চাই না অন্ধকারে বোঝা দেশের পরে
সুযোগ চাই মানুষ হবো দাওনা সুযোগ করে।
১৫-১০-২০১৮