আষাঢ় শ্রাবণ খরায় গেলো
বাদল ঝরে ভাদ্রে
মেঘের মেয়ের পরশ পেতে
মনে জাগে সাধ রে।


হাওয়ায় ভাসে মেঘের ভেলা
মাথায় করে স্বপ্ন খেলা
চাওয়া এবং পাওয়ার মাঝে
গভীর কালো খাঁদ রে!


মাথার ওপর গাছের পাতা
বাউরি ওড়ায় সুখের ছাতা
ঝড়-বাদলে সুরক্ষা দেয়
নাই ভরসার ছাদ রে!
নাই
     নাই
         এ জগতে
                     নির্ভরতার
শক্ত-পোক্ত কাঁধ রে
চারিদিকে পাতা দেখি
মিছে মায়ার ফাঁদ রে...
১৫-০৯-২০২২