(প্রবুদ্ধ কবি রহমান মুজিবের কবিতা "এই সব কার" প্রশ্নের জবাব তার মতো করে দিতে গিয়ে কবিতাটির জন্ম। ২০১৯ সালে লেখা প্রথম কবিতা প্রিয় কবির করকমলে নিবেদন করলাম।)


ওই যে তারা
হাসে ঝিলমিল
ওই যে আকাশ
বুক ভরা নীল
ওই যে জলা
ওই যে নদী
ওই বারিধি
নিরবধি
ছুটে চলা
ওই যে পাহাড়
ফুল ফসলের
রূপের বাহার
ওই সাদা কাশ
তুলতুলে ঘাস
তরুলতা
ওই যে পাখি
মিষ্টি সুরে
বলছে কথা
চন্দ্র সুরুজ
চলছে দেখো
একই তালে
কার খেয়ালে?
কার খেয়ালে?
এসব দিলো
কে উপহার
কার দয়াতে
আসলে ভবে?
এসব কথা
ভাবলে তবে
অনুভবে
মিলবে সাড়া
সব কিছুই যে
তাঁর ইশারা
যিনি মহান রব
তাঁর হুকুমে
চলছে সবই
তাঁরই অধীন সব।
আল্লাহ মহান রব
আমার
আল্লাহ মহান রব।
২-১-২০১৯