সূর্য থেকে ঝরছে আলো
মেঘের থেকে বৃষ্টি
কুদরতি এক শক্তি পেয়ে
সজীব খোদার সৃষ্টি।


চাঁদের আলোয় জোয়ার আসে
বাঁচে নদীর প্রাণ
আঁধার রাতে জোনাক জ্বালে
আল্লাহ মেহেরবান।


ডাবের ভেতর মিষ্টি পানি
ফুলের মধ্যে ঘ্রাণ
এই ধরণীর সকল কিছুই
মহান প্রভুর দান।


এই যে আকাশ এই যে মাটি
দেখতে চমৎকার
কোন নেয়ামত মানুষ তুমি
করবে অস্বীকার?


জীবন ঘিরে নাজ নেয়ামত
আছে কত-শত
ভাবলে মাথা কৃতজ্ঞতায়
করতে হবে নত।


করবে যারা খোদার শোকর
জপবে তার-ই নাম
আল-কুরআনে বলেন প্রভু
তারাই সফলকাম।
২৯-০১-২০২১