আশারা বাসা বাঁধে মস্তিষ্কের কোটি নিউরনে;
বিপন্ন বাসনা মাথাকুটে কেঁদে মরে।
বন্দি জীবন; নাগিনের পাহারায়
থেমে থাকে অন্ধকারে –
নিকষ কালো
অন্ধকারে।
নিস্তেজ
চেতনার কোষে
অবিরাম করাঘাতে আগল
ভেঙে দেখি, সমুখে সুবিশাল
উত্তাল সাগর; ভাঙা তরী। ফেনায়িত
ঢেউয়ের তাণ্ডব দেখে থেমে থাকি তীরে।
৫-১১-২০১৮