বসন্ত) এসে গেছে আজ
ফুলের মেলা যে/ বসেনি বনে
আবীরের রঙে/ রাঙেনি আজও
পলাশের কচি/ ডাল।
তুমি এসে) অবশেষে মোরে/ জানালে
রঙের) বসন্ত আজ।


ক্ষতি কি গো তাতে/ যদি গাছে
একটাও ফুল/ না ফুটে
আমি যে দেখেছি/ কৃষ্ণচূড়ার/ রঙ
তোমার ঐ রাঙা/ ঠোঁটে।
ভরা যৌবনে) দুলে ওঠা গৌরী/ শরীরের ভাঁজ
দেখেছি সেথায়/ আম্রমুকুলে
নব বসন্ত/ সাজ।।
বসন্ত এসে গেছে আজ...


পৃথিবীর শ্রেষ্ঠ সুরভি গোলাপ
দেখেছি তোমার/ কম্পিত কর/তলে
পুষ্পিত) কাননে তুমিই/ তো এ ধরায়
ফুলেল) বসন্ত এনে/ দিলে।
তোমার) মেঘকালো চুল/ হাওয়ায় দুলে
বাতাসের কানে/ বলে গেল
মুছে দিয়ে গেল/সব লাজ।।
বসন্ত এসে গেছে আজ...
৩-১০-২০১৭
ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব ২-৫ মাত্রা
গানের শ্রেণি: আধুনিক গান।