শেখ হাসিনার সরকার
পাস করেছে আইন এক “তথ্য অধিকার”
যার মাধ্যমে খুলে দিল দিগন্তের ওই দুয়ার।


সরকার করে দেশের শাসন সকল আইনের দ্বারা
তথ্য অধিকার শাসন করে সরকারে আছে যারা।
আর টি আই আইন এমন এক
জবাবদিহিতার মুখ্য হাতিয়ার।


আইন পাস করে সরকার করছে সফল বাস্তবায়ন
জনগণকে দিচ্ছে সেবা তথ্য কমিশন।


যদি কেউ লঙ্ঘন করে তথ্য অধিকার আইন
তাহার জন্য আছে জেনো তিরস্কার আর ফাইন
গণতান্ত্রিক সরকার দেশবাসীকে দিল আইনে
তথ্য জানার অধিকার।


২৮-১০-২০১৭
ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ১০ মাত্রা, অপূর্ণ পর্ব ২/৪/৭ মাত্রা।
গানের শ্রেণি: আধুনিক গান।


[তথ্য অধিকার সচেতনতায় নিরলস প্রচেষ্টাকারী ও “তথ্য অধিকার আইনের ময়না তদন্ত” গ্রন্থের লেখক প্রিয় সহকর্মী তারেক মাহমুদ জর্জকে উৎসর্গিত]