শোনেন শোনেন ভাই বন্ধুগণ
শোনেন দিয়া মন
দেশ শাসন সরকার করলেও
দেশের মালিক জনগণ।
জনগণের করের টাকায় দেশ চালায় সরকার
সরকারের) কর্মকাণ্ডের তথ্য জানা
জনগণের আইনি অধিকার।


প্রশাসনিক স্বচ্ছতা আর জবাবদিহিতার
কার্যকরী আইন হলো
“তথ্য অধিকার”
দেশ গঠনে মূল অবদান দেশের জনতার।
সরকারের) কর্মকাণ্ডের তথ্য জানা
জনগণের আইনি অধিকার।


তথ্যই শক্তি, উন্নয়নের মূল ভিত্তি
তথ্য পেতে নাই কারো যে মানা
তথ্য দিতে ব্যর্থ হলে ক্ষেত্রমতো হবে জরিমানা।


উন্নত এক দেশ গঠনে কাজ করছে সরকার
জনগণকে দিল তাই তো
তথ্য অধিকার
সবাই মিলে আসুন করি এই আইনের প্রয়োগ ও প্রচার।
সরকারের) কর্মকাণ্ডের তথ্য জানা
জনগণের আইনি অধিকার।
৩১-১০-২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-৩ মাত্রা।
গানের শ্রেণি: দেশাত্মবোধক গান।