২১১
চোখ-অনন্ত সমুদ্র এক। তাই নোনা-
তার জল
এখানে যেমন আছে শ্যাওলা, প্রবাল
নিরীহ কচ্ছপ,
তেমন আছে রাক্ষুসে হাঙ্গরের দল।


২১২
ভেসো না জাহাজ হয়ে স্থির; হয়ে এসো
দক্ষ ডুবুরি উন্মন
হৃদয়ের ডুবো চরে গড়ো বসন্ত বাসর
বিভাবে করো সমুদ্র রোমন্থন।
১০-১২-২০২০


২১৩
আছে আছে
চোখের গভীরে সব আছে
বেদনা ও ভালোবাসা ছেঁকে যাও
তোমার আঁচলে প্রাণপণ
এখানেই খুঁজে পাবে সমধিক
মাণিক্য রতন।
১০-১২-২০২০