২০৮
তুমি ছুঁয়েদিলে বিশুষ্ক দুঠোঁট
নক্ষত্রের সভা বসে হৃদাকাশে
খুলে যায় মনের কপাট
চেতনার ঘরে জ্বলে বাতি-
প্রসক্তির আবেদনে হাজার কিলোওয়াট!
০৯-১২-২০২০


২০৯
শীতরাত পার করে সূর্যের আশায়
দেখা পায় না সূর্যের মুখ ঘন কুয়াশায়
ক্ষুধার আগুন নেভাতে বস্তির শিশু
শীত চেটে খায়!
০৯-১২-২০২০


২১০
স্বপ্ন আর সামর্থের রমণ স্বননে
ঘুম ছুটি দিয়ে খুঁজি একটি তরল ভোর-
ভোরের নরম আলো, একথালা ভাত-
আর একটি কবিতা।
১০-১২-২০২০