১৯৮
খোপায় গাঁথা বাগানবিলাস কানে তারার ফুল
রঙিন অধর রিমিঝিমি; মেঘের মতন চুল
ব্যাকুল ভ্রমর রূপ হেরি তার আনন্দে হয় বেভুল!
০৮-১২-২০২০


১৯৯
যায় দিন
বাড়ে ঋণ।


নয়নের
জলে ভেসে
কায়ক্লেশে
দিন কাটে,
ওপারের
তরী এসে
জানি না কখন
ভীড়ে এই
হৃদয়ের ঘাটে!
০৮-১২-২০২০


২০০
জীবন তো এক বয়ে চলা নদী
যতক্ষণ সুখ থাকে ততক্ষণ গতিময়
এক সময় মৃত্যুর হাতে ধরা দেয়
প্রসক্তি ক্লান্ত হৃদয়!
০৬-০৮-২০২০


২০১
মনের নদীতে আবেগের প্লাবন
হৃদয়ের তলে রঙিন স্বপ্ন
শতধারায় প্রবাহিত হয়
তুমি পাশে থাকলে থাকে না
অনন্ত অম্বরে হারানোর ভয়!
০৮-১২-২০২০