বারিধি দিয়েছে মেলে তার অবারিত বুক
বক্ষে কুমারীর স্তনের মতোন উঁচু উঁচু ঢেউ
ফেনায়িত ঢেউয়ের চূড়া ছুঁয়ে শিহরিত মন
অন্তর অতলে ক্ষণে ক্ষণে দুলে ওঠে জলের আদর
ভেজা ভেজা সুখ সমস্ত সত্তায় ঢেলে দিয়ে যায়
বালুকা বাসর পেতে দেয় অম্বিকা উদধি উতল উন্মাদনায়
যতদূর চোখ যায় জলে ও আকাশে গভীর মিতালি
শত-শত ঢেউ ছুটে এসে নবোঢ়ার মতো নত হয়ে
পায়ে চুমু খায়। ধুয়ে দিয়ে যায় বেদনার মেঘ।
উষসী আবেগ, শনশন ঝাউবন বাজায় এস্রাজ
কাঁকড়ার চর নিরন্তর কার কথা চুপে চুপে বলে যায়!
তরঙ্গ ঘোড়ায় চড়ে কেবলই যে সে ডাকে
আয়, আরো কাছে আয়। আয় আমার এ বুকে আয়।
১৩-১০-২০২১
কুয়াকাটা সাগর সৈকত