হায়রে ভালোবাসা!
তোর রমণীয় স্বাদ পেয়ে
কারো মনে জাগে অনন্তকাল বাঁচার আশা,
কারো মনে জাগে মৃত্যুর সাধ
পৃথিবীর মায়া ভুলে হয় এলোকেশী দুর্বাসা।


কারো বুকে তুই মরু সাহারায় তৃষ্ণার জল-
কারো বুকে ভৈরবী নৃত্য
অকুল পাথারে ভয়ঙ্কর ভাঙ্গনের কোলাহল।


কারো চোখে তুই কল্পলোকের গল্পসম
স্বপ্নপুরীর সুখ স্বর্গসুধা
কারো চোখে বিভীষিকাময় বিক্ষুব্ধ বসুধা।


কারো জীবনে তুই আহ্লাদিত কামুক জোছনা রাত-
কারো জীবনে দুঃখ রাগিনী
কঠিন প্রস্তরের দুঃসহ দুরাঘাত।


তোকে পেয়ে, কারো হৃদয়ে বহে কিন্নরকণ্ঠে সুর লহর
তোকে হারায়ে কারো হৃদয়ে গড়ে ওঠে
সর্বনাশের ভয়ঙ্কর বিধ্বস্ত শহর।


তোর সোহাগী চুম্বনের প্লাবনে ভেসে-
কেউ হয় পুষ্পিত স্বর্গবাসী
তোর অবহেলায় কেউ হয় সর্বহারা সন্ন্যাসী।


তোর শরীরে খেলা করে হাজার রঙের ঢেউ
জানে কি কেউ; তোর শরীরে-
রয়েছে আবার সর্পদংশন জ্বালা
তোর ছোঁয়াতে কেউ নরক যন্ত্রণায় ধুকে মরে
কারো খুলে যায় সুখের ঘরের তালা।


রঙ বদলের গিরিগিটি ভালোবাসা-
তোকে পেতে মানুষ চিরকাল কত উদগ্রীব
তোর রোশের কাঁচিতে ব্যবচ্ছেদ করে
সেই মানুষকে কেন বানাস ল্যাবের গিনিপিগ!
১-৭-২০১৮